thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শ্রদ্ধা ও শোকে ম্যান্ডেলাকে স্মরণ

২০১৩ ডিসেম্বর ০৬ ১২:০৬:১৩
শ্রদ্ধা ও শোকে ম্যান্ডেলাকে স্মরণ

দ্য রিপোর্ট ডেস্ক : ম্যান্ডেলার মৃত্যুতে পতন ঘটল এক উজ্জ্বল নক্ষত্রের। বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক এ মহান নেতার মৃত্যুর খবর জানার পর তাকে শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে বিশ্বের সকল প্রান্তের মানুষ।

ম্যান্ডেলার মৃত্যুর খবর বিশ্ববাসীকে জানানোর গুরু দায়িত্বটি পালন করেছেন ম্যান্ডেলার রোবেন দ্বীপের নির্বাসিত জীবনের সঙ্গী দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

ম্যান্ডেলার মৃত্যুর খবর ঘোষণা করে তিনি জানান, দক্ষিণ আফ্রিকা আজ দেশের সবচেয়ে সেরা সন্তানকে হারাল।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যান্ডেলার মৃত্যুর খবর জানার পর বলেন, ‘আমারা একজন প্রভাবশালী, সাহসী ও ভালো মানুষকে হারালাম। তার ইর্ষণীয় মর্যাদা ও অন্যের জন্য নিজের আত্মত্যাগের অদম্য ইচ্ছার বলেই মাদিবা আজকের দক্ষিণ আফ্রিকার রূপ দিয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, ‘বিশ্ব থেকে একটি উজ্জ্বল আলো বিদায় নিল। নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের হিরো।’

মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা তার টুইটারে লিখেছেন, ‘নৈতিক সাহস, উদারতা ও নম্রতার ক্ষেত্রে ম্যান্ডেলা এক অসাধারণ উদাহরণ হয়ে আছেন। তিনি আমাদের সবসময় মনোবল ও উৎসাহ দেবেন।’

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেন, ‘ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন একজন মহামানব।’

নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডিলাক জনাথন জানান, ‘ম্যান্ডেলা সারাবিশ্বের নিপীড়িত মানুষের অনুপ্রেরণা। তিনি অতুলনীয় আত্মত্যাগ করে গেছেন।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, ‘আমরা তাকে একজন অতুলনীয় নমনীয় ও সহানুভূতিশীল মানুষ হিসেবে স্মরণ করবো, যিনি সব ধরনের তিক্ততা ভুলে জীবনের জন্যই সব ধরনের প্রতিকূলতাকে সাথী করেছিলেন।’

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেন, ‘তিনি যা করেছেন সেটা বড় বিষয় নয়, তিনি যেভাবে মানুষের দাবি আদায় করছেন, সেটাই তাকে এত বিশেষায়িত করেছে। তিনি নমনীয়তা ও মর্যাদার সঙ্গেই কাজ করেছেন, যা বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করবে।’

দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, জার্মানির প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা মেরকেল, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠিও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন ম্যান্ডেলাকে।

শুধু বিশ্বনেতারাই নয় বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বও ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ম্যান্ডেলাকে নিয়ে নির্মিত ‘লং ওয়াক টু ফ্রিডম’ চলচ্চিত্রে ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস এলবা। তিনি ম্যান্ডেলাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

মার্কিন অভিনেতা মরগান ফ্রিম্যানও ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘বিশ্ব বিগত শতকের সত্যিকারের একজন মহামানবকে হারাল।’ সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর