thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মেহেরপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

২০১৩ ডিসেম্বর ০৬ ১২:০৯:০৬
মেহেরপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মেহেরপুর সংবাদদাতা : ১৮ দলের অবরোধ চলাকালে সারাদেশে পুলিশের নির্যাতনে নিহত নেতাকর্মীদের মাগফিরাত কামনায় মেহেরপুরে গায়েবানা জানাজা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর পৌর কমিউনিটি হল সেন্টার প্রাঙ্গণে শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক হোসেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক মাস্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন, সেক্রেটারি ডা. জামাল উদ্দিন, জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

পরে সেখানে ১৮ দলের নিহত নেতাকর্মীদের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোনাজাত করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন।

(দ্য রিপোর্ট/এমআর/এস/এএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর