thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

যশোরে অস্ত্র গুলি বোমাসহ আটক দুই

২০১৩ ডিসেম্বর ০৬ ১২:১৯:৪৬
যশোরে অস্ত্র গুলি বোমাসহ আটক দুই

যশোর সংবাদদাতা : যশোর শহরে পৃথক অভিযান চালিয়ে শুক্রবার ভোরে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও তিনটি বোমাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো শহরের পূর্ব বারান্দীপাড়ার আব্দুল মান্নান গাজীর ছেলে তরিকুল ইসলাম ও রেলগেট তেঁতুলতলা এলাকার মৃত ফারুক খানের ছেলে কুদরত খান।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ভোরে পূর্ব বারান্দীপাড়ার তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় তাকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ আটক করেন তিনি।

এরপর তিনি শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার কুদরত খানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে তিনটি বোমাসহ আটক করেন।

এসআই শোয়েব আরও জানান, আটকরা চি‎হ্নিত সন্ত্রাসী। এ ঘটনায় তাদের নামে পৃথক মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএম/এস/এএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর