thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চাঁদপুরে রেলে নাশকতা, ২৫০০ জনের বিরুদ্ধে ৭ মামলা

২০১৩ ডিসেম্বর ০৬ ১২:২৪:৩৬
চাঁদপুরে রেলে নাশকতা, ২৫০০ জনের বিরুদ্ধে ৭ মামলা

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে রেলে নাশকতার ঘটনায় তিন ইউপি চেয়ারম্যানসহ ২ হাজার ৫০০ জনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছে রেল কর্তৃপক্ষ। মামলাগুলো করা হয় বুধ ও বৃহস্পতিবার।

রেলওয়ে কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুর-লাকসাম রেলপথের শাহাতলী এলাকায় রেললাইনের ফিসপ্লেট খুলে চট্টগ্রামগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে নাশকতার ঘটনার অভিযোগে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে লাইন উপড়ে ফেলা, রেলপথে অগ্নিসংযোগ, ট্রেন ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৬টি পৃথক মামলা করা হয়েছে। এসব মামলায় ১৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৬০০ ব্যক্তিকে আসামি দেখানো হয়েছে।

রেলওয়ে দায়িত্ব থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসএই/ওয়ে আব্দুল হাই ও রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাস, এএসআই নাজমুল সাকিব সজীব ও আব্দুল মতিন বাদী হয়ে এ মামলাগুলো দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এমবি/এস/এএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর