thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিরিয়ায় ইরাকি সাংবাদিককে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৬ ১৩:৩৮:১০
সিরিয়ায় ইরাকি সাংবাদিককে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে কর্মরত এক ইরাকি ফ্রিল্যান্স সাংবাদিককে অপহরণের পর হত্যা করেছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে এই প্রথম কোনো বিদেশি সাংবাদিককে হত্যা করা হলো।

প্যারিসভিত্তিক সাংবাদিকদের সংগঠন উইদআউট বর্ডারস জানিয়েছে, ফ্রিল্যান্স ক্যামেরাম্যান ইয়াসির ফয়সাল আল-জোওমাইলিকে গত বৃহস্পতিবার ইদলিব প্রদেশে কর্মরত অবস্থায় অপহরণ করে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা।

উইদআউট বর্ডার্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা ডেস্কের প্রধান সোয়াজিং ডলেট জানান, জোওমাইলি স্পেনের একটি গণমাধ্যমের হয়ে যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো প্রদেশে গত ১০ দিন ধরে কাজ করছিল।

সিরিয়া থেকে চলে যাওয়ার সময় ইসলামিক স্টেট ও ইরাক অ্যান্ড লেভ্যান্ট (আইএসআইএল) এর যোদ্ধারা তাকে অপহরণ করে দেশটির সীমান্তবর্তী ইদলিব প্রদেশে বুধবার হত্যা করে।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার সীমান্ত পার হওয়ার জোওমাইলিকে একটি চেকপয়েন্টে তিনজন বন্দুকধারী থামতে বলে। পরে তারা জোওমাইলিকে গুলি করে হত্যা করে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত আটজন সাংবাদিককে হত্যা করা হয়েছে উইদআউট বর্ডাস জানিয়েছে। এছাড়া দেশটির ১২ জন পেশাদার সাংবাদিক ও ৯১ জন সিটিজেন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সূত্র: আল জাজিরা।

(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর