thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ধাক্কাধাক্কির মধ্যদিয়ে বিএনপির গায়েবানা জানাজা

২০১৩ ডিসেম্বর ০৬ ১৩:৫৩:২৭
ধাক্কাধাক্কির মধ্যদিয়ে বিএনপির গায়েবানা জানাজা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্দলীয় সরকারের দাবিতে দেশব্যাপী চলমান অবরোধে নিহত নেতাকর্মীদের স্মরণে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপি।

শুক্রবার বাদ জুমা নয়াপল্টন জামে মসজিদের সামনের রাস্তায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ১৮ দলের নেতাকর্মীরা অংশ নেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম হোসেন সাঈদী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মভিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টিভি ক্যামেরায় নিজেদের মুখ দেখানোর প্রতিযোগিতায় জানাজার শুরুতেই বেশ কিছু নেতাকর্মী সামনের সারিতে দাঁড়ানোর চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে বিশৃঙ্খলা তৈরি হয়।

জানাজা পড়ান ওলামা দলের সভাপতি হাফেস মওলানা এমএ মালেক।

(দ্য রিপোর্ট/এমএইচ/এফএস/এস/এসবি/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর