thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

১৪ দলের বৈঠক সন্ধ্যায়

২০১৩ অক্টোবর ২৩ ১৩:১৮:৩২
১৪ দলের বৈঠক সন্ধ্যায়
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের দফতর বিষয়ক সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলীয় জোট নেতা শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠক সম্পর্কে ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া দিরিপোর্টকে২৪কে বলেন, ‘দেশের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী কী বলেন আমরা তা শুনব। তারপর আমরা চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এত বড় বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হবে বলে মনে হয় না।’

(দিরিপোর্ট২৪/এ/এএস/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর