thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘জামায়াত বিজয়ের মাসে মানুষ মারছে’

২০১৩ ডিসেম্বর ০৬ ১৪:০১:৫২
‘জামায়াত বিজয়ের মাসে মানুষ মারছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ন্যাপের (ন্যাশনাল আওয়ামী পার্টি) সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, জামায়াত বিজয়ের মাসে পাকবাহিনীর অনুচর হয়ে মানুষ মারছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকালে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, যুদ্ধাপরাধীর বিচার বানচাল করার পাঁয়তারা শুরু করেছে জামায়াত ও তাদের দোসররা। তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আফগান-বাংলাস্তান বানাতে চায়। জামায়াত নারী নীতি মানে না। বিজয়ের মাসে মানুষ পুড়িয়ে হত্যা করে।

তিনি বলেন, এরশাদ এখন দামি জিনিস হয়ে গেছে। একজন স্বৈরশাসককে কেন কিনতে হবে। স্বৈরশাসককে নিয়ে টানাহেচড়া না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান পঙ্কজ।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, সভাপতিমণ্ডলীর সদস্য এ এম এ সবুর, এম এ গণি, সম্পাদকমণ্ডলীর সদস্য আলিজা হাসান ও প্রচার সম্পাদক লায়লা খালেদা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এএইচএস/এস/এসবি/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর