thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাড্ডায় গাড়িতে আগুন, সংঘর্ষ

২০১৩ ডিসেম্বর ০৬ ১৪:২৭:৩৭
বাড্ডায় গাড়িতে আগুন, সংঘর্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উত্তর বাড্ডার প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন বলেন, অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল করে। মিছিল বের করেই তারা গাড়ি ভাঙচুর শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা রলে তারা পুলিশের উপর চড়াও হয়। এ সময় তারা আলিফ পরিবহনের একটি গাড়িতে (ঢাকা মেট্রো-ব-১১-৪১২৪) আগুন দেয় এবং বিআরটিসির একটি গাড়িসহ (ঢাকা মেট্রো-ব-১১-৪৯৮১) ৩/৪টি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি বলেও জানান ওসি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহনাজ সুলতানা বলেন, পুলিশ আমাদের বাড্ডায় গাড়িতে অগ্নিসংযোগের কথা জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/কেজেএন/জেএম/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর