thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শুক্রবারে ব্যাংকপাড়ায় প্রাণচাঞ্চল্য

২০১৩ ডিসেম্বর ০৬ ১৪:৪৩:৫৯
শুক্রবারে ব্যাংকপাড়ায় প্রাণচাঞ্চল্য

দ্য রিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শুক্রবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রয়েছে। সকালে ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতি ছিল লক্ষণীয়।

ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিলের বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে উল্ল্যেখযোগ্য সংখ্যক গ্রাহক উপস্থিতি।

রুপালী ব্যাংকের কর্পোরেট শাখার ব্যবস্থাপক আফাজ উদ্দিন বলেন, অবরোধের দিনের তুলনায় আজ (শুক্রবার) ব্যাংকে গ্রাহক উপস্থিতি বেশি। লেনদেনও বেশ ভাল।

অবরোধে ব্যাংকগুলোতে বৈদেশিক লেনদেন স্বাভাবিক থাকলেও সাধারণ ব্যাংকিং ব্যাপকভাবে ব্যাহত হযেছে। সাধারণ ব্যাংকিং শাখায় গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।

সোনালী ব্যাংকের ওয়াপদা কর্পোরেট শাখার ব্যবস্থাপক হাসানুর রহমান বলেন, গ্রাহক টাকা জমা দেওয়ার চেয়ে নগদ অর্থ উত্তোলন করছে বেশি।

এই শাখার গ্রাহক হাবিবুর রহমান এই প্রতিবেদককে বলেন, রাজনৈতিক অস্থিশীলতার বলি আমরা। এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে পড়বে। নিরাপত্তার অভাবে এতদিন ব্যাংকে আসতে পারিনি। আজ ব্যাংক খোলা থাকায় কিছু টাকা উত্তোলন করলাম।

টানা অবরোধের কারণে ব্যাংকের সার্বিক লেনদেন অর্ধেকের নিচে নেমে এসেছে। নিরাপত্তার অভাবে অনেক গ্রাহক ব্যাংকিং সেবা নিতে যাননি। নিরাপত্তার অভাবে এটিএম বুথগুলোয় টাকা সরবরাহ করতে পারেনি। রাজধানীর বাইরে অনেক শাখা বড় চেকের বিপরীতে তাৎক্ষণিক নগদ অর্থ দিতে পারেনি। এই কারণে শুক্রবার দেশের ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

(দ্য রিপোর্ট/এএইচ/জেএম/এইচএসএম/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর