thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘পুলিশ পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে’

২০১৩ ডিসেম্বর ০৬ ১৫:০৮:৪৬
‘পুলিশ পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জনস্বার্থ সমুন্নত রেখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে শুক্রবার সকালে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সমিতির সভাপতি ও প্রাক্তন ইন্সেপেক্টর জেনারেল অব পুলিশ ড. এম এনামুল হকের সভাপত্বিতে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি এম সহীদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজমুল আহসান চৌধুরী এবং মহাসচিব তাজুল ইসলাম।

পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের সকল আইন সম্মত ও ন্যায়ানুগ কাজে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের পরামর্শ, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি সমিতির কলেবর বৃদ্ধি এবং জনকল্যাণকর কার্যক্রম আরও ব্যাপক করার জন্য সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তিনজনকে ‘এস এম আহসান স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- পুলিশ পরিদর্শক সুকুমার বিশ্বাস, উপ-পুলিশ পরিদর্শক জি এম আহসান হাবিব ও উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন সরদার।

এ ছাড়া সমিতির দুজন প্রবীণ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন- এম আফজাল হোসেন এবং এম এ সাদেক। আইজিপি প্রবীণ সদস্য এবং পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সভাপতির বক্তব্যে ড. এম এনামুল হক সমিতির সামাজিক ও কল্যাণমূলক কাজে সহযোগিতা প্রদানে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, সেবামূলক প্রতিষ্ঠান ও কর্মরত এবং সাবেক পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেজেএন/এসবি/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর