thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৩ ডিসেম্বর ০৬ ১৫:৩৯:৩৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কেন্দুয়া জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, গোপালগঞ্জ থেকে খুলনা যাওয়ার পথে মহাসড়কের কেন্দুয়া জোড়া ব্রিজ এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে পড়লে পেছন দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং ফকিরহাট হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতরা হলেন- নসিমন চালক রাজু শেখ (২০), তিনি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে এবং একই উপজেলার লোহাগড়া গ্রামের আক্কাস আলী বেপারির ছেলে আক্তার বেপারি (৪৫)।

এ সময় নসিমনের চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর