thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন মালালা

২০১৩ ডিসেম্বর ০৬ ১৬:৪৪:৫৪
জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন মালালা

দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার পুরস্কার-২০১৩ পেলেন পাকিস্তানের স্কুলছাত্রী ও মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। শুক্রবার এ পুরস্কারের জন্য মালালাসহ মোট ছয়জনের নাম ঘোষণা করা হয়। খবর ডননিউজের।

বিশ্বব্যাপী মানবাধিকারের ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়। প্রতি পাঁচ বছর পর পর এ পুরস্কার দেয় জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্ত বাকিরা হলেন- মুক্ত দাসের সন্তান ও মানবাধিকারকর্মী বিরাম দাহ আবিদ (মৌরিতানিয়া), মানবাধিকারকর্মী হিলজমনিজেতা আপুক (কসোভো), ওয়ার্ল্ড ফেডারেশন অব ডিফের প্রেসিডেন্ট ইমেরিটাস লিসা কাপ্পিনেন (ফিনল্যান্ড), মরক্কোর মানবাধিকার এসোসিয়েসনের সাবেক প্রেসিডেন্ট খাদিজা রাইজি ও মেক্সিকোর সাংবিধানিক আদালত।

গতবার এ পুরস্কার পেয়েছিলেন বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর