thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মিরসরাইয়ে দুইশ ভরি স্বর্ণ চুরি

২০১৩ ডিসেম্বর ০৬ ১৬:৫৫:১৪
মিরসরাইয়ে দুইশ ভরি স্বর্ণ চুরি

চট্টগ্রাম সংবাদদাতা : জেলার মিরসরাইয়ে মদিনা জুয়েলার্সে চুরি হয়েছে। চোরেরা প্রায় দুইশ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে বলে জুয়েলার্সের মালিক রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, পৌর বাজারের মসজিদ গলির মহিউদ্দিন বাবুল মার্কেটে শুক্রবার দুপুর একটায় তার দোকানে চুরি হয়।

তিনি আরো জানান, দোকান বন্ধ করে ২০ গজ দূরে অবস্থিত মসজিদে জুমার নামাজ আদায় করতে যাই। এ সময় মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। নামাজ শেষে দেখেন দোকানের দরজা ও তালা ভাঙ্গা। কে বা কারা দোকানের সব স্বর্ণ লুট করেছে। চুরি হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় নব্বই লাখ টাকা বলে তিনি দাবি করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে এস আই নাজমুলের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএইচ/এমএইচও/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর