thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ভারতে তসলিমার বিরুদ্ধে মামলা, ফতোয়া

২০১৩ ডিসেম্বর ০৬ ১৭:১৮:১৩
ভারতে তসলিমার বিরুদ্ধে মামলা, ফতোয়া

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক ধর্মীয় নেতা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ওই মামলাটি দায়ের করেন দেশটিতে সুপরিচিত ওই ধর্মীয় নেতা। এই মামলা দায়েরের খবরে তসলিমা বিস্ময় প্রকাশ করেছেন। খবর ডিএনএইন্ডিয়ার।

দেশটির উত্তর প্রদেশের কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, হাসান রাজা খান নুরি মিয়ান নামের ওই ধর্মীয় নেতা এই মামলাটি দায়ের করেছেন। তারা জানিয়েছে, গত ৬ নভেম্বর টুইটারে তসলিমার একটি মন্তব্যের জের ধরে ওই মামলা করা হয়েছে।

এদিকে, তসলিমার বিরুদ্ধে ফতোয়াও জারি করেছে ওই ধর্মীয় নেতা। তিনি জানান, কোরআন ও হাদিসের আলোকে তসলিমার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। এ সময় এই লেখিকার পাসপোর্ট জব্দ করে করে তাকে গ্রেফতারেরও দাবি জানান তিনি।

মামলা দায়েরের প্রতিক্রিয়ায় তসলিমা বলেন, ‘আমি শুধু সত্য কথা বলেছি। মামলা দায়েরের ঘটনায় আমি বিস্মিত।’

তিনি বলেন, ‘আমি জানি না ওই টুইটগুলোতে কী ভুল করেছি। আমি শুধু সত্য কথা বলেছি। তারা আবারও আমার পেছনে লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিস্মিত। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে কীভাবে এটা ঘটতে পারে; যেখানে সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

এর আগে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনে উত্তর প্রদেশের একজন বিতর্কিত ধর্মীয় নেতার সমর্থন চান। এরপরই তসলিমা ওই ধর্মীয় নেতা মাওলানা তৌকির রাজা খানের কাছ থেকে কেজরিওয়ালের সমর্থন চাওয়াকে সমালোচনা করে টুইট করেন।

(দ্য রিপোর্ট/আদসি/এসকে/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর