thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

যশোর মুক্ত দিবস পালিত

২০১৩ ডিসেম্বর ০৬ ১৭:৩৩:৪০
যশোর মুক্ত দিবস পালিত

যশোর সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনে যশোর মুক্ত দিবস পালিত হয়েছে। স্থানীয় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শুক্রবার সকাল ১০টায় শোভাযাত্রা উদ্বোধন করেন সাবেক গণপরিষদ সদস্য মঈনুদ্দীন মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট খান টিপু সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন পনির, জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, রাজেক আহমেদ, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মঈনুউদ্দীন মিয়াজী বলেন, ‘দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। এ যশোরেই স্বাধীন দেশের মাটিতে প্রথম জনসভায় ভাষণ দিয়েছিলেন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।’

তিনি বলেন, ‘দেশ স্বাধীন হলেও আমরা আজো মুক্ত হতে পারিনি। একাত্তরে পরাজিত শত্রু ও তার দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ ষড়যন্ত্র মোকাবিলা করতে আবারও জনগণকে এক কাতারে এনে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদিক্ষণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। এরপর বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

(জেএম/এনডিএস/ডিসেম্বর ০৬,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর