thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘জাতীয় পার্টি যাওয়ায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না’

২০১৩ ডিসেম্বর ০৬ ১৭:৪২:৫৩
‘জাতীয় পার্টি যাওয়ায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না’

গোপালগঞ্জ সংবাদদাতা : জাতীয় পার্টি চলে যাওয়ায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন নির্বাচনকালীন সরকারের ভূমিমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, `জাতীয় পার্টি এক এক সময় এক এক কথা বলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সঠিক সময়ে সাংবিধানিক ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন দল আসল, আর না আসল, এটা গ্রহণযোগ্যতার মাপকাঠি নয়। জনগণ যদি নির্বাচনে অংশ নেয়, তবেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার সকাল সোয়া ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার প্রশ্নই আসে না। তিনি পদত্যাগ করলে দেশে শূন্যতা সৃষ্টি হবে। কেউ কেউ দেশে শূন্যতা সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করছে। এটা হতে দেওয়া হবে না। তিনি প্রধানমন্ত্রী আছেন, তার নেতৃত্বে এ সরকার চলছে। নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেন, বিজয়ের মাসে আন্দোলনের নামে যারা বিচ্ছিন্নভাবে হত্যা ও সহিসংতা করছে, তারা এদেশ চায়নি। মুক্তিযুদ্ধের সময় তারা যেভাবে গণহত্যা চালিয়েছিল, একইভাবে আজ তারা আন্দোলনের নামে হত্যা, সহিংসতা, আগ্নি-সংযোগের ঘটনা ঘটাচ্ছে। এতে আমরা আশ্চর্য নই এজন্যে যে, সেদিন যারা পাক-হানাদারদের সঙ্গে এ কাজ করেছিল, বিএনপি তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল, মন্ত্রী করেছিল, রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে রিষ্ট-পুষ্ট করেছিল।

তিনি আরো বলেন, তাদের (জামায়াত) সহযোগিতায় আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতা চালানো হচ্ছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল, তাদের কাছে দেশের কোনো মূল্য নেই, মানুষ তা অনুধাবন করছে। তারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, এটাই বার বার প্রমাণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবদুল হালিম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসবিএম/এমএইচও/এমএআর/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর