thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রবিবার ঢাকা মহানগরে হরতাল

২০১৩ ডিসেম্বর ০৬ ১৭:৪৯:৩৫
রবিবার ঢাকা মহানগরে হরতাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগরে রবিবার ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতার ও দুই দিনের রিমান্ডের প্রতিবাদে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আজগর আলী মাতব্বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা গ্রেফতারের প্রতিবাদে ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ জাতীয় নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগরীতে ৮ ডিসেম্বর রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বলেন, নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথের আন্দোলন সংগ্রামকে দমানোর জন্য আওয়ামী সরকার বিএনপির ত্যাগী নেতাদের গ্রেফতারের অপকৌশল গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় তারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করেছে। তিনি বলেন, মহান মুক্তিযোদ্ধের এ বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে হয়রানি করা দেশের সচেতন জনগণ সহ্য করবে না। রাজপথের দুর্বার আনন্দোলনে এই সরকারের পতন ঘটিয়ে এর জবাব দেওয়া হবে।

সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী মনির হোসেন শুক্রবার সন্ধ্যায় দ্য রিপোর্টকে হরতাল কর্মসূচির তথ্য নিশ্চিত করেন।

মনির বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে মিথ্যা মামলায় গ্রেফতার ও দুই দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে মহানগর বিএনপি রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে।

(দ্য রিপোর্ট/ টিএস-এমএইচ/এস/এমএআর/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর