thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এক মিনিটেই সমাধান : বি চৌধুরী

২০১৩ ডিসেম্বর ০৬ ১৭:৫৩:৪২
এক মিনিটেই সমাধান : বি চৌধুরী

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পদত্যাগ করেন তাহলে দেশের সব সমস্যা এক মিনিটে সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা.একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার বিকেলে ৩ দল আয়োজিত সাদা পতাকাও শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বিকল্পধারা বাংলাদেশ ও কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সমাবেশের শুরুতে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশের সব সমস্যার সৃষ্টির মূল কারণ দু’টি। এক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন এবং দুই ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘আপনার যদি গণতন্ত্রের প্রতি সামান্য শ্রদ্ধাবোধ থাকে তাহলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। জনগণের দাবিকে মেনে নিন। সময় থাকতে সড়ে দাঁড়ান। তাহলে দেখবেন সব সমস্যা এক মিনিটেই সমাধান হয়ে গেছে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, ইকবাল সিদ্দিকী, কাজী শহীদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর