thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

খাদ্য ইস্যুতে ঝুলছে বালি সম্মেলনের ভাগ্য

২০১৩ ডিসেম্বর ০৬ ১৮:৪৭:২৭
খাদ্য ইস্যুতে ঝুলছে বালি সম্মেলনের ভাগ্য

রাজু আহমেদ, বালি (ইন্দোনেশিয়া থেকে) : খাদ্য নিরাপত্তা ইস্যুতে ঐকমত্য না হওয়ায় শেষ দিনেও ঝুলে আছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলনের ভাগ্য। ইন্দোনেশিয়ার বালিতে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দল নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন ডব্লিউটিও মহাপরিচালক রবার্টো আজেভেদো। তবে নিজেদের অবস্থান থেকে এখনো কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হওয়ায় সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বালির নুসা দুয়া কনভেনশন সেন্টারে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় সমাপণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সমঝোতা না হওয়ায় দুপুরে ওই অনুষ্ঠানের সময় অনির্দিষ্ট করে দেওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বালির সময় সন্ধ্যা সাড়ে ৭টা) বিরোধী পক্ষগুলোকে একটি সিদ্ধান্তে আনার চেষ্টা করছেন ডব্লিউটিও মহাপরিচালক।

সমাপণী অনুষ্ঠানে বালি ঘোষণার মধ্যদিয়ে শেষ হওয়ার কথা মন্ত্রী পর্যায়ের সম্মেলন। তবে ভর্তুকি মূল্যে খাদ্য বিতরণকে কৃষি চুক্তির আওতায় আনার পক্ষে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান এবং এই ইস্যুতে ভারতের ভিন্নমত- পুরো সম্মেলনকে স্থবির করে রেখেছে। ফলে গভীর রাত পর্যন্ত আলোচনা চলতে পারে বলে ধারণা করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

সকালে এক সংবাদ সম্মেলনে ডব্লিউটিও মুখপাত্র কিথ রকওয়েল বলেন, ‘বালি প্যাকেজ নিয়ে সব পক্ষ অনেকটা কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে একটি সমঝোতায় পৌঁছতে আরো কয়েক ঘণ্টা সময় দিতে হবে।’

তিনি জানান, খাদ্য নিরাপত্তা ইস্যুতে মূল দুই বিরোধীপক্ষ ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। এই ইস্যুতে মীমাংসা হলেই বালি সম্মেলন সাফল্যের সঙ্গে শেষ হতে পারে।

তবে আগের দিনই ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা জানিয়ে দিয়েছেন, ‘দর কষাকষি প্রক্রিয়ায় খাদ্য নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেবে না তার দেশ।’

তিনি বলেন, ‘১২০ কোটি মানুষের দেশ ভারত ৭০ কোটি দরিদ্র মানুষকে তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি নাগরিকদের আইনসঙ্গত অধিকার। এই ইস্যুতে কোনো আপসের সুযোগ নেই।’

(দ্য রিপোর্ট/আরএ/এইচএসএম/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর