thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

সাপ্তাহিক লুজারে মেঘনা পেট্রোলিয়াম

২০১৩ ডিসেম্বর ০৬ ১৮:৫৫:১৮
সাপ্তাহিক লুজারে মেঘনা পেট্রোলিয়াম

দ্য রিপোর্ট প্রতিবেদক: রেকর্ড ডেটের পর শেয়ার দর কমে যাওয়ায় সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম। সপ্তাহজুড়ে এ শেয়ারের দর কমেছে ২০.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত পাঁচ কার্যদিবসে মেঘনা পেট্রোলিয়ামের মোট ৪২ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৬০০ টাকার শেয়ার। বৃস্পতিবার দিনশেষে এ শেয়ারের দর ২২৫.১০ টাকায় স্থির হয়।

গত ২৮ নভেম্বর এ কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। এর পরের দিন থিওরিটিক্যাল এডজাস্টমেন্টের কারণে এ শেয়ারের দর প্রায় ৬০ টাকা কমে। এরপর দুই কার্যদিবস দর কমলেও বুধবার শেয়ারটির দর বাড়ে। সর্বশেষ গত বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৫.২ টাকা কমে।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য ৭০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়।

এ কোম্পানির মোট ৮ কোটি ১৯ লাখ ৮১ হাজার ৯০০ শেয়ারের মধ্যে সরকারের কাছে ৫৮.৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.৫২ শতাংশ ও বাকি ১৭.৮১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

(দ্য রিপোর্ট/আরএ/এইচকে/ডিসেম্বর ৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর