thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০০ কি.মি. যানজট

২০১৩ ডিসেম্বর ০৬ ১৯:১৩:১২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০০ কি.মি. যানজট

কুমিল্লা সংবাদদাতা : সপ্তাহব্যাপী অবরোধের পর যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকাল থেকে লেগে থাকা যানজট সন্ধ্যা ৬টায়ও শেষ হয়নি।

সময় যত বাড়ছে গাড়ির জট ততই দীর্ঘতর হচ্ছে। সকাল থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু থেকে চৌদ্দগ্রামের দত্তসার পর্যন্ত মহাসড়কে অনন্ত একশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

পূর্বাঞ্চলীয় হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম দ্য রিপোর্টকে জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও মহাসড়কসংলগ্ন থানাগুলোর সকল পুলিশ সদস্য একসঙ্গে কাজ করে যাচ্ছেন। রাতের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা। সন্ধ্যা ৬টায় দেখা যায়, মহাসড়কে যানজটে আটকে পড়া গাড়িগুলো থেমে থেমে চলছে।

এদিকে মহাসড়কে যানজটের তীব্রতায় গাড়িচালকরা বিকল্প সড়ক হিসেবে ব্রহ্মণবাড়িয়া-সিলেট সড়কটি ব্যবহার করছে। অন্যদিকে কুমিল্লা শাসনগাছা থেকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী বাসগুলো জেলার বুড়িচং সড়ক দিয়ে চলাচল করছে।

ইতোমধ্যে দীর্ঘ এই যানজটে অনেকেই গাড়ি থেকে নেমে দীর্ঘ পথ পায়ে হেঁটে নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছেন।

আবু জাফর মজুমদার নামের এক যাত্রী দ্য রিপোর্টকে জানান, সকাল সাড়ে ১১টায় মহাসড়কের মিয়া বাজার থেকে প্রায় ১০ কি.মি. পায়ে হেঁটে এসেছেন।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর