thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বিজয়ের মাসে শিরোপা চায় মুক্তিযোদ্ধা

২০১৩ ডিসেম্বর ০৬ ১৯:১৮:২৯
বিজয়ের মাসে শিরোপা চায় মুক্তিযোদ্ধা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়ালটন ফেডারেশন কাপে শিরোপা থেকে ২ কদম দূরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শনিবার সেমিফাইনালে টিম বিজেএমসিকে হারাতে পারলেই শিরোপার কাছাকাছি চলে আসবে অল-রেডরা।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ।

মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের স্বপ্ন বিজয়ের মাসে দলকে শিরোপা এনে দেওয়া। বিজেএমসিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ফাইনালে খেলতে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক অমিত খান শুভ্র।

মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের লক্ষ্য ফাইনালে খেলা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘ফেডারেশন কাপের শুরুতে আমাদের টার্গেট ছিল প্রথম ৩ দলের মধ্যে ভালো পারফরমেন্স করা। টার্গেট পূরণ করতে হলে আমাদের অবশ্যই সেমিফাইনালে খেলতে হতো। দলের পারফরমেন্স কিছুটা ভালো আবার মন্দ হয়েছে। এখন আমাদের লক্ষ্য ফাইনাল ছাড়া অন্য কিছু নয়। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা যদি শিরোপা জেতে তা হবে বাড়তি আকর্ষণ।এনামুল, আমিনুলরা জাতীয় দলে নেই। তবে তারা মুক্তিযোদ্ধায় ভালো খেলছে।’

বিজেএমসির অধিনায়ক অমিত খান অনুপ্রেরণা খুঁজছেন শেখ রাসেলের বিপক্ষে জয় থেকে। অধিনায়ক বলেছেন, ‘গত বছরের ট্রেবল বিজয়ী দল শেখ রাসেলকে হারিয়েছি। এটা আমাদের জন্য বড় পজিটিভের ব্যাপার। তার চেয়েও বড় ব্যাপার আমরা ২ দুইবার পিছিয়ে পড়েও খেলায় ফিরে এসেছি। শেষ পর্যন্ত ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠেছি। আসলে খেলোয়াড়দের মধ্যে জয়ের স্পৃহা ছিল। আশা করি সেমিফাইনালেও ভালো খেলব আমরা।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর