thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

নর্দের জোড়া গোলে ফাইনালে শেখ জামাল

২০১৩ ডিসেম্বর ০৬ ১৯:৩৯:৪১
নর্দের জোড়া গোলে ফাইনালে শেখ জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : হাইতির ফরোয়ার্ড সনি নর্দের জোড়া গোলে আবাহনীকে উড়িয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ওয়ালটন ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে শুক্রবার আকাশী-হলুদ শিবিরকে ৩-০ গোলে হারিয়েছে জোসেফ আফুসির শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে শুরু থেকে চড়াও হয়ে খেলেছে শেখ জামালের ফুটবলাররা। খেলার ৫ মিনিটেই দারুণ এক সুযোগ কাজে লাগিয়ে ফেলে শেখ জামালের হাইতির ফরোয়ার্ড ওয়েডসন। নাইজেরিয়ান ফরোয়ার্ড ডার্লিংটনের ক্রসে বক্সে বল পেয়ে যান ওয়েডসন। ভুল করেননি। আগুয়ান গোলরক্ষক শহিদুল ইসলাম সোহেলের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন জালে।

১২ মিনিটে গোল পরিশোধের সুযোগ পেয়েছিল আবাহনী। প্রতিপক্ষের বিপদ সীমনায় ঘানাইয়ান ফরোয়ার্ড মরিসনের ক্রসে শট নিতে দেরি করেছেন তহিদুল ইসলাম।আর ২১ মিনিটে ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ভুলে আরেকটি গোল হজম করেছে দলটি।মিশুর ব্যাক পাস গোলরক্ষক সোহেল নিজের আয়ত্বে নেওয়ার আগেই বল নিজের দখলে নিয়েছেন হাইতির ফরোয়ার্ড সনি নর্দে। পরে সোহেলকে কাটিয়ে বল ঠেলে দিয়েছেন জালে। ২-০ গোলে এগিয়ে যায় শেখ জামাল।

৩৮ মিনিটে ফের উল্লাসে মেতেছে নীল-হলুদ জার্সির ফুটবলাররা। সনি নর্দে ও ডার্লিংটন নিজেদের মধ্যে ছোট ছোট পাসে বল আদান প্রদান করতে করতে ঢুকে যায় প্রতিপক্ষের বিপদ সীমানায়। সুযোগ বুঝে পোস্টে শট নিয়েছেন সনি নর্দে। আবাহনীর গোলরক্ষক সোহেল কোনো কিছু বুঝে উঠার আগেই বল জড়িয়েছে জালে । সঙ্গে সঙ্গে পিনপতন নিরবতা নেমে আসে আকাশী-হলুদ শিবিরে। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।

দ্বিতীয়ার্ধে ঝিমিয়ে পড়ে খেলার ধরন। ডিফেন্স আগলে রেখে আক্রমণে যাওয়াই যেন কৌশল হয়ে পড়ে নীল-হলুদ জার্সির ফুটবলারদের। এ কৌশলের কাছে হার মেনেছে আবাহনী। এ অর্ধে মাঝ মাঠে বল আদান প্রদানেই শেষ হয়েছে বেশিরভাগ সময়। খেলার অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছে শেখ জামাল। আবাহনীর বক্সে বল নিয়ে ঢুকে পড়েন সনি নর্দে। তাকে অবৈধ ভাবে বাধা দিয়েছেন ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দিয়েছেন রেফারি মিজানুর রহমান। হ্যাটট্রিকের সুযোগ আসে হাইতির ফরোয়ার্ডের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। মাঠের বাইরে শট নেন সনি নর্দে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছে শেখ জামাল।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর