thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

৫০ হাজার টন গম আমদানি করবে সরকার

২০১৩ অক্টোবর ২৩ ১৪:০০:১৮
৫০ হাজার টন গম আমদানি করবে সরকার
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকার ৫০ হাজার টন গম আমদানি করবে। এতে ব্যয় হবে ১১৭ কোটি ৪১ লাখ ৭৭ হাজার টাকা। এ গম আমদানির অনুমতি পেতে যাচ্ছে মেসার্স স্মাইল ফুড প্রোডাক্ট লিমিটেড।

প্রতি টন গম আমদানির খরচ পড়বে ২৩ হাজার ৪৮৩ টাকা (২৯৭.২৬ মার্কিন ডলার)। প্রতি কেজির দাম পড়বে ২৩ টাকা ৪৮ পয়সা। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবটি অনুমোদন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খাদ্য মন্ত্রণালয়ের তৈরি করা এ সংক্রান্ত সারসংক্ষেপ থেকে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরের সাড়ে আট লাখ টন গম আমদানির লক্ষ্যমাত্রার আওতায় এ গম আমদানি করা হচ্ছে। এ জন্য প্যাকেজ-৫-এর আওতায় ৫০ হাজার টন গম আমদানির জন্য গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটি পর্যালোচনা করে দরপত্রে অংশ নেওয়া পাঁচটি প্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য দরদাতা ঘোষণা করে। এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান স্মাইল ফুড প্রোডাক্ট লিমিটেড সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়।

আরো জানা গেছে, গমের ৬০ শতাংশ চট্টগ্রাম ও ৪০ শতাংশ বন্দরের মাধ্যমে আমদানি করতে হবে। ইসরায়েল ছাড়া যেকোনো দেশ থেকে এ গম আনা যাবে।

(দিরিপোর্ট২৪/আরএম/এএস/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর