thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ফেসবুকে রাগ প্রকাশে শীর্ষে ভারত, ভালোবাসায় রাশিয়া

২০১৩ ডিসেম্বর ০৬ ২১:১১:১৫
ফেসবুকে রাগ প্রকাশে শীর্ষে ভারত, ভালোবাসায় রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : ফেসবুক ব্যবহার করে রাগ প্রকাশে শীর্ষে রয়েছে ভারত। তারপরেই আছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। অপরদিকে ভালোবাসা প্রকাশে শীর্ষে রয়েছে রাশিয়ানরা। ফেসবুক কর্তৃপক্ষের করা বার্ষিক জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ফেসবুকের এ জরিপে বেশি রাগ প্রকাশ করা নাগরিকের দেশগুলোকে ‘লাল’ চিহ্ন ও কম রাগ প্রকাশকারীদের ‘হলুদ’ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। এতে লাল চিহ্ন দেওয়া দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, কানাডা ও জাপান আছে হলুদ চিহ্নে। তবে ভারতীয়রা সবচেয়ে বেশি রাগ প্রকাশ করায় তারা আছে ‘কমলা’ রংয়ে!

সবাইকে পেছনে ফেলে ভালোবাসা প্রকাশে প্রথম স্থানটি অধিকার করেছে রাশিয়া। এখানে ঠিক উল্টো অবস্থানে ভারত। ফেসবুকে সবচেয়ে কম ভালোবাসা প্রকাশ করে ভারতীয়রা!

তবে হাসি-খুশির অনুভূতি প্রকাশে ভারতীয়রা বেশ ভালো অবস্থানে আছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে তারা। তবে সবচেয়ে বেশি সুখের অনুভূতি প্রকাশ করে কারা, এটা মনে হয় সকলেই অনুমান করে ফেলেছেন। হ্যাঁ, সুখে থাকলেই তো ভালোবাসা প্রকাশ করা যায়! রাশিয়ানরা তাই এখানেও শীর্ষে।

জরিপে সবচেয়ে বেশি দুঃখ প্রকাশ করা দেশের তালিকায় সবার ওপরে আছে যুক্তরাষ্ট্রের নাম। এরপরেই আছে ভারত, অস্ট্রেলিয়া ও ব্রাজিল।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর