thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

কক্সবাজারে শনিবার আধা বেলা হরতাল

২০১৩ ডিসেম্বর ০৬ ২০:৪৮:৩৩
কক্সবাজারে শনিবার আধা বেলা হরতাল

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারে শনিবার আধাবেলা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিভিন্ন নেতাকর্মীদের আটকের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।

ছাত্রদল শুক্রবার বিকেল ৫টায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সরণীস্থ বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশে এ হরতালের কর্মসূচি দেওয়া হয়।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন জানান, বিনা মামলায় ছাত্রদল সভাপতি জুয়েল ও ছাত্রদল নেতা শরীফকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কক্সবাজার জেলায় আধাবেলা (দুপর ২টা পর্যন্ত) হরতাল পালন করা হবে।

(দ্য রিপোর্ট/এসএএম/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর