thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

তারানকো ঢাকায়

২০১৩ ডিসেম্বর ০৬ ২১:২১:৪০
তারানকো ঢাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকায় এসেছেন। এমিরেটসের একটি ফ্লাইটে শুক্রবার রাত ৭ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে পৌছান তিনি।

এ সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নেইল ওয়ার্কার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পরিচালক তাকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে তার। দুপুরের দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন তিনি।

এরপর দুই প্রধান দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। অস্কার ফার্নান্দেজ তারানকো সফরের শেষ দিকে দুই নেত্রীর সঙ্গে আবারও বৈঠকে বসবেন।সফরে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নির্বাচন কমিশন, কূটনৈতিক এবং সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

সফর শেষে ১০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তার সফরের প্রাপ্তি-অপ্রাপ্তি বিষয় তুলে ধরবেন তিনি।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর