thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সব বিভাগেই ব্যর্থ আবাহনী

২০১৩ ডিসেম্বর ০৬ ২১:৩৬:৫৩
সব বিভাগেই ব্যর্থ আবাহনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ৩-০ গোলে হেরে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আবাহনী। খেলায় সব বিভাগেই ব্যর্থ হয়েছে আকাশী-হলুদ শিবির। খেলা শেষে এমনটাই মন্তব্য করেছেন আবাহনীর কোচ অমলেশ সেন।

আবাহনীর অভিজ্ঞ এই কোচ বলেছেন, ‘প্রথম গোল গোলরক্ষক সোহেলের আর পরেরটা হয়েছে ডিফেন্ডার মিশুর ভুলে। ওই ২টি গোলই খেলা থেকে আমাদের ছিটকে দিয়েছে। সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি। ইনজুরির সমস্যাও ছিল। সুজন ইনজুরি নিয়ে খেলেছে। শেখ জামাল যোগ্যতর দল হিসেবে জিতেছে।’

অধিনায়ক মিশু বলেছেন, ‘প্রথমার্ধেই খেলা থেকে ছিটকে পড়েছি আমরা। প্রথম গোলের পর আমার ভুলে দ্বিতীয় গোলই এক প্রকার ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আমাদের দেশের কন্ডিশনে ৩ গোল হওয়ায় পর খেলায় ফিরে আসা সত্যি কষ্টকর। তবে দ্বিতীয়ার্ধে আমরা গোছালো ফুটবল খেলেছি।’

এদিকে আবাহনীর বিপক্ষে জয়কে কঠিন পরিশ্রমের ফসল হিসেবে দেখছেন শেখ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসী। বলেছেন, ‘কঠিন পরিশ্রম করেছি। যার সফলতা পেয়েছি ফাইনালে উঠে।খেলার প্রথম গোলটি কনফিডেন্স, দ্বিতীয়টি ব্যালান্স আর শেষটি ছিল কন্ট্রোল। সনি অসাধারণ খেলেছে। অ্যাটাকিংয়ে নিঃসন্দেহে দারুণ পারফরমেন্স করেছে ওয়েডসন, সনি আর ডারলিংটন ।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর