thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

কোয়ালিফাইং খেলাটা একটু কঠিন : তামিম

২০১৩ ডিসেম্বর ০৬ ২১:৪৫:৪১
কোয়ালিফাইং খেলাটা একটু কঠিন : তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : সবাই বলছেন খেলাটি বাছাইপর্বের নয়, প্রথম পর্বের। গ্রুপের সেরা হতে পারলেই খেলা যাবে দ্বিতীয় পর্বে। কিন্তু বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল প্রথম পর্ব নয়, এটিকে বাছাইপর্ব মনে করছেন। শুক্রবার নগরীর একটি হোটেলে মেটাডোর সেভিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার চুক্তির দিনে তামিম কোয়ালিফাইং খেলাটা একটু কঠিন বলছেন।

চুক্তি সম্পন্ন হওয়ার পর তামিম ইকবাল বলেছেন, ‘কোয়ালিফাইং খেলাটা একটু কঠিন আমাদের জন্য। ৩ ম্যাচের ৩টিই জিততে হবে। হারলেই হিসেব কঠিন হয়ে যাবে। তবে আমার মতে বাংলাদেশ দলকে নির্ভয়ে ক্রিকেট খেলা উচিত। আমরা যদি নির্ভয়ে, চিন্তামুক্ত থেকে ক্রিকেট খেলি, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’

বাঁহাতি এই ক্রিকেটার আরো যোগ করেছেন, ‘আফগানিস্তান অনেক ভালো খেলে, আমাদের লিগে ওদের কিছু ক্রিকেটার ভালো খেলেছে। ওদের নিয়ে আমরা প্ল্যানিং করছি। তার আগে একটা গুরুত্বপুর্ণ সিরিজ আছে। ওই সিরিজে ভালো খেলতে পারলে ভালোভাবেই বিশ্বকাপে যেতে পারব আমরা।’

বিশ্বকাপ নিয়ে তামিম বলেছেন, ‘টোয়েন্টি২০ ক্রিকেট এমন একটি খেলা যে কোনো ম্যাচ কঠিন, কোনটি সহজ বলা কঠিন। অল্প সময়ের খেলা, যে কোনো দল যে কোনা দলকে হারাতে পারে। আমরা ভালো খেললে যে কোনো দলকে হারাতে পারি. আমাদেরও আবার যে কোনো দল হারাতে পারে। তো কোনো ম্যাচকেই আমাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

নিজের ফিটনেস নিয়ে কথা বলেছেন জাতীয় দলের এই ওপেনার, ‘শনিবার ফিটনেস ক্যাম্পে প্রথম ফিটনেস টেস্ট আমি দেব। ফিজিও সেভাবেই আমাকে পরামর্শ দিয়েছেন। ম্যাচ ফিট নই এখনও। আমাদের টার্গেট ছিল, ১৫-১৬ তারিখের মধ্যে ম্যাচ ফিট হয়ে যাওয়া। এখন ব্যথাও নেই। যেহেতু আমাদের হাতে সময় আছে, তাড়া নেই, তাই ফিজিও চাইছিল যে পুরো ফিট হয়েই মাঠে নামতে। আশা করি ১৬ তারিখের পরে কোনো ম্যাচ হলে খেলতে পারব।’

(দ্য রিপোর্ট/এমএস/এএস/সিজি/ডিসেম্বর ৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর