thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

মেরুদণ্ডে আঘাত : লক্ষণ ও উপসর্গ

২০১৩ ডিসেম্বর ০৬ ২১:৫৭:১২
মেরুদণ্ডে আঘাত : লক্ষণ ও উপসর্গ

দ্য রিপোর্ট ডেস্ক : মেরুদণ্ডে আঘাত উপেক্ষা করা উচিত নয়। মেরুদণ্ডের আঘাত অস্টিওপরোসিস, বাত, ডাইভিং, খেলাধুলা কিংবা দুর্ঘটনা থেকে হতে পারে। মেরুদণ্ডের ব্যাথা নিয়ে চিন্তিত না হয়ে বরং এর কারণ ও উপসর্গ সম্পর্কে জানুন।

মেরুদণ্ডে আঘাতের উপসর্গ :

-বিভিন্ন তাপমাত্রায় সংবেদনশীলতার অভাব

-মূত্রাশয় ও অন্ত্রের ওপর নিয়ন্ত্রণ না থাকা

-খিঁচুনি

-যৌন কর্মক্ষমতার প্রভাব

-স্নায়ু যন্ত্রণা

-ফুসফুসের শ্বসনতন্ত্র সমস্যা ও শ্বাস-প্রশ্বাসে অস্বস্তি।

দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাতের ক্ষেত্রে অনেক বেশি তীব্র ব্যাথা হয়, এর লক্ষণগুলো হচ্ছে:

-ঘাড়ে তীব্র ব্যথা অনুভব হওয়া

-অঙ্গ-প্রত্যঙ্গের সমন্বয়ের অভাব

-অসাড়তা

-শ্বাস নিতে কষ্ট হওয়া

-মেরুদণ্ডে আঘাতের প্রাথমিক চিকিৎসা :

-রোগীর কম নড়াচড়া করা উচিত তাতে স্থায়ী ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

-মাথা ও ঘাড়ের ক্ষতি এড়াতে তোয়ালে পেঁচিয়ে রাখুন

-অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

(দ্য রিপোর্ট/এস/কেএম/ডিসেম্বর০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর