thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

লক্ষীপুরে আ’লীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৮

২০১৩ ডিসেম্বর ০৬ ২২:৩৪:২৪
লক্ষীপুরে আ’লীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আট নেতাকর্মী আহত হন।

উপজেলার জমিদারহাট বাজারে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতরা হলেন-চরবাদাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. সোহেল, ছাত্রদলকর্মী শাহাজান, বেলাল, চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিন, যুবলীগকর্মী আজাদ উদ্দিসহ আট জন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন দ্য রিপোর্টকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে চরবাদাম ইউনিয়ন ছাত্রদল সন্ধ্যায় বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের উত্তর মাথায় গেলে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল-মামুনের লোকজনের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের আট নেতাকর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরবাদাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান জানান, সংঘর্ষে তাদের চার নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেহ উদ্দিন জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তাদের পক্ষেরও চার নেতাকর্মী আহত হন।

(দ্য রিপোর্ট/বিএইচজে/এমএইচও/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর