thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘জাপার মন্ত্রীরা শনিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিবেন’

২০১৩ ডিসেম্বর ০৬ ২৩:১০:৪৮
‘জাপার মন্ত্রীরা শনিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিবেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘শনিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিবেন জাপার মন্ত্রীরা। ইতোমধ্যে ৩ জন মন্ত্রীর পদত্যাগপত্র পার্টির চেয়ারম্যানের কাছে জমা আছে। বাকিরাও কালকের (শনিবার) মধ্যে পদত্যাগপত্র জমা দিয়ে দিবেন।’ শুক্রবার রাত ১১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টির মহাসচিব এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের এ কথা বলেন।

রুহুল আমীন হাওলাদার বলেন, ‘আমাদের পার্টির চেয়ারম্যানের সিদ্বান্তই চূড়ান্ত। অন্যরা পদত্যাগপত্র জমা না দিলেও আমরা কালকে (শনিবার) পদত্যাগপত্র জমা দিবো।’

প্রসঙ্গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে জাপার ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী ও একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শপথ নেন। এদের মধ্যে জাপা মহাসচিব বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমীন হাওলাদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট সালমা ইসলামের পদত্যাগপত্র এরশাদের কাছে জমা রয়েছে। বাকি স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধামন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুও এখনো পদত্যাগপত্র জমা দেননি।

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর