thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

রবিবার ত্রিংশ শতাব্দীর বিশেষ মঞ্চায়ন

২০১৩ ডিসেম্বর ০৭ ০০:০৩:৫৮
রবিবার ত্রিংশ শতাব্দীর বিশেষ মঞ্চায়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান বিজয়ের মাস উপলক্ষে এবং দেশজুড়ে চলমান সহিংসতার প্রতিবাদরূপে নাট্যসংগঠন স্বপ্নদলের যুদ্ধাপরাধী-যুদ্ধবাজবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমীর নাট্য পরীক্ষণ হলে।

বাদল সরকারের মূলরচনা অবলম্বনে দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

যুদ্ধ-সংঘাত-হানাহানির বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার মূল-কাহিনী পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন প্রভৃতি প্রসঙ্গ। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধীদের স্বরূপ এবং তাদের দুষ্কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটিত হয়েছে।

নাটকটির গ্রন্থিকেরা হলেন হাসান রেজাউল, মাধূরী বেপারী সুমি, ফজলে রাব্বী সুকর্ন, আমজাদ শরীফ, সামাদ ভূঞা, শিশির সিকদার, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান ও জাহিদ রিপন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর