thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নির্ঝর নৈঃশব্দ্য-এর একগুচ্ছ কবিতা

২০১৩ ডিসেম্বর ০৭ ০০:০৫:৪২
নির্ঝর নৈঃশব্দ্য-এর একগুচ্ছ কবিতা

নির্ঝর নৈঃশব্দ্য : জন্ম ২৪ আগস্ট ১৯৮১, কক্সবাজার, বাংলাদেশ। পড়াশোনা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিত্রকলা। প্রকাশিত বই: পাখি ও পাপ, কাপালিকের চোখের রঙ (কবিতা), শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় (মুক্তগদ্য), ডুবোজ্বর (গল্প)। সম্পাদনা : স্বপ্নান্ধশব্দাবলি (কবিতার কাগজ), জলপত্র (কবিতার কাগজ), চারপৃষ্ঠা মেঘ (কবিতার কাগজ), মুক্তগদ্য (মুক্তগদ্যের কাগজ) ইত্যাদি। যৌথ সম্পাদনা : প্রথমস্বর (প্রথমদশকের কবিতা সংকলন)।

ইটের মালা

ভুলের কার্পণ্য ছিল না পুরনো মন্দিরের ভিতর-- একফালি কালোঝড় হয়ে
পৃথিবীকে করেছে সে বাসন্তী নৃত্য। তারাদের গাছটি ম্লান। ওপাড়ার জোছনায়
ডুবে গেছে এইখানে প্রাণের বাগান। যে যার কাজ সেরে হয়েছে রাত। লাটিম সকল
উঠানের কারুকাজ। চক্রাকার গতির শরীর চিরচেনা মাটির মুখে করেছে দংশন। আবার
দেখা হলে তাকে বলো-- গোধূলির পরে যে অন্ধকার তা আমাদেরই আয়োজন। ভুলের
কার্পণ্য ছিল না ক্ষিপ্রমিছিলে। ইটের মালা কেড়ে নিয়েছে তাই মাঠের সিঁথি।


দ্রাবিড়পাখির ঠোঁট

কলঘরে ঝরঝর। সেলাইকলের পাল হাটে হাঁড়ি ভেঙে হাঁটে, দেয়ালের সামনে দাঁড়িয়ে
জিপার খুলে। চশমার ফাঁক গলে যা কিছু দৃশ্যলোক ভাসে। তার মধ্যে বিভাজন--
অনেক ব্যবধান তৈরি করে। কলঘরে অবিশ্রাম নদী ঝরে, ঝরে পড়ে। দ্রাবিড়পাখির
ঠোঁট চঞ্চু হয়ে যায়।


ক্রমে অপসৃয়মাণ

একটা অংশ আর্দ্রতা দিয়ে ঢেকে দাও। কাচের ওপাশে পাতাবাহারে বাতাস নাচে।
দোতলা পাঁচিলে অশ্রু ছলছল টপ টপ। বাহিরে হাড়গোর জমানো জীবাশ্ম। একটা অংশে
দাও উষ্ণতা। ধিকিধিক সূর্যের অধর। শবাধারে নকশা জানান দেয় না সভ্যতা।
অভিশাপ পঙ্কিল হলে আকলে বাকলে-- ঝাউঝাউ নৃত্য করে সমুদ্রপারের বৃক্ষসার।
চারপাশে শাড়ি পরাও। শাদাশাড়ির বনে ঢোঁড়াশাপ। আঁকাবাঁকা তার পরিক্রম।
সমুদ্রপাড়ের গাছবন হেসে হেসে হাঁস। হাঁসের পালক ভিজে না। ক্রমে অপসৃয়মাণ
নির্জলা নদ।


ওখানে একটি

কোন ধামে ধ্যান? আনন্দের খসড়াগুলি খুঁজছে তোমাকে। অন্ধফুলদল তোমার
স্মৃতিজাগানিয়া-- তুমি তা জানো না। সূক্ষ্মরেখার মিছিলে আঁকা হবে গতকালের
গান। কোন ধামে ধ্যান? ওখানে একটি গান কান্না হয়ে আছে।


আমি বিশুষ্ক

আমার উচিত তোমাকে ছেড়ে যাওয়া। আমার উচিত তোমাকে ছুঁড়ে দেয়া। তুমি সুন্দর।
তুমি নির্ভার। আমাকে আমার মধ্যে জমা থাকতে দাও। আমার বদলে যে কাউকে চাও।
আমার হাতে কোনো আঙুল নেই। আমার পায়ে কোনো আঙুল নেই। আমি যেতে পারি না।
আমি বিশুষ্ক-- আমাকে যেতে দাও।

(দ্য রিপোর্ট/আইজেকে/একেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর