thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পাকিস্তানে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৭ ০২:৩৪:৪৮
পাকিস্তানে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের লাহোরে শুক্রবার অজ্ঞাতনামা বন্দুকধারীরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রাদেশিক প্রধানকে গুলি করে হত্যা করেছে। সংগঠনটির ওই নেতা মাওলানা শামসুর রেহমান মৌলভী একটি বৈঠকে যাওয়ার পথে বন্দুকধারীরা চলন্ত গাড়ি থেকে গুলি চালায়।

পুলিশের কর্মকর্তা রানা আব্দুল জব্বার জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী দুই জন বন্দুকধারী মৌলভীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি এবং তার গাড়ির চালক আহত হয়।

তিনি বলেন, ‘মৌলভী এবং তার গাড়ির চালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তিনি মারা যান।

জব্বার বলেন, ‘আমরা এ ঘটনার তদন্ত করছি। তবে হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘দেশটিতে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতা বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এ ধরনের হামলা চালানো হয়েছে। তবে আমরা এ ধরনের উদ্দেশ্য সফল হতে দেব না।

এদিকে মৌলভীর গাড়ি চালকের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।

সংগঠনটির মুখপাত্র কাশিম ফারুকি এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাদেশিক প্রধান একটি বৈঠকে যাওয়ার পথে এই হামলার শিকার হন।’

কোন গ্রুপই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

(দ্য রিপোর্ট/আদসি/এমসি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর