thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রওশনকে সামনে রেখে নির্বাচনে যাচ্ছেন এরশাদ!

২০১৩ ডিসেম্বর ০৭ ০৪:০৬:১৩
রওশনকে সামনে রেখে নির্বাচনে যাচ্ছেন এরশাদ!

দ্য রিপোর্ট বিশেষ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন! নির্বাচন নিয়ে সাবেক এই রাষ্ট্রপতি আবারো মত পাল্টাচ্ছেন। নির্বাচন নিয়ে এরশাদের ধারাবাহিক নাটকের নতুন এই মঞ্চস্থ কাল-পরশুর মধ্যে দেখা যেতে পারে। দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে সামনে রেখে নির্বাচনে যাওয়ার ঘোষণা আসতে পারে। জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বাসভবনে গত শুক্রবার রাতে দলীয় নীতি-নির্ধারণী পর্যায়ের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় পার্টির স্বার্থেই দলটি নির্বাচনে অংশ নেবে। সেক্ষেত্রে প্রয়োজন হলে, হুসেইন মুহম্মদ এরশাদকে সাময়িকভাবে বিদেশে পাঠানো হবে। এক্ষেত্রে রওশন এরশাদ হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সরকারের একটি প্রভাবশালী গোষ্ঠীর চাপে জাতীয় পার্টি শেষপর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এক্ষেত্রে প্রতিবেশী একটি দেশেরও ভূমিকা রয়েছে। যদিও পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র চাচ্ছে না জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক।

রওশন এরশাদের বাসভবনে গত শুক্রবার রাতে দলীয় নীতি-নির্ধারণী পর্যায়ের অনানুষ্ঠানিক ওই বৈঠকে মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ আরো কয়েকজন প্রভাবশালী নেতা উপস্থিত ছিলেন।

অনানুষ্ঠানিক ওই বৈঠকের আগে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে রওশন এরশাদের সঙ্গে আলোচনা করা হয়। ওই আলোচনায় রওশনকে আশ্বস্ত করা হয়, নির্বাচনে জাতীয় পার্টিকে পর্যাপ্তসংখ্যক আসন দেওয়া হবে। এরশাদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে। পাশাপাশি এরশাদকে রাষ্ট্রপতি বানানো হবে বলেও আশ্বস্ত করা হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শুক্রবার নতুন শর্ত আরোপ করে বলেন, ‘তফসিল ১০ দিন পেছানো হলে এবং সব দল অংশ নিলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে।’

এদিকে গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত রওশন এরশাদ মন্ত্রিসভা থেকে পদত্যাগে আগ্রহী ছিলেন না। পরে এরশাদের শেষ অনুরোধ হিসেবে তিনি পদত্যাগে রাজি হন। পরে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু রওশন এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। রুহুল আমিন হাওলাদার এরশাদের অবস্থান প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং নিজেদের পদত্যাগপত্র জমা নিতেও অনুরোধ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি দেশে ফেরার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এরশাদের আগের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন।’

প্রসঙ্গত গত মঙ্গলবার হঠাৎ করেই বনানীর কার্যালয় থেকে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন এরশাদ। এরপর প্রায় ২৭ ঘন্টা ‘নিখোঁজ’ থাকার পর ৪ তারিখ মন্ত্রিসভা থেকে জাপার মন্ত্রীদের পদত্যাগ ও সারাদেশের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/জেআইএল/সাআ/এস/এমসি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর