thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আমাজনের ড্রোনকে ফ্যান্টাসি বলল ইবে

২০১৩ ডিসেম্বর ০৭ ০৫:৩৬:২১
আমাজনের ড্রোনকে ফ্যান্টাসি বলল ইবে

দ্য রিপোর্ট ডেস্ক : অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন জানিয়েছে, তারা অর্ডার ডেলিভারির ক্ষেত্রে ড্রোন বিমান ব্যবহার করবে। আগের সপ্তাহের নতুন এই ঘোষণার পরপর চারদিক থেকে ঠাট্টা বিদ্রুপের ঝড় বইতে থাকে। এমনকি এই উচ্চবিলাসী পরিকল্পনাকে ইবে’র পক্ষ থেকে ‘ফ্যান্টাসি’ও বলা হয়েছে।

এরমধ্যে একে বিদ্রুপ করে ইউটিউবে একটি প্যারডি ভিডিও ছাড়া হয়েছে। এতে দেখা যায় পরিকল্পনা থেকে পিছু হটেছেন আমাজনের সিইও জেফ বিজস।

এ তো গেলো ঠাট্টা মশকরার কথা। অন্যদিকে আমাজনের ব্যবসায়ী প্রতিপক্ষ ইবে কম যায় না। টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গে শুক্রবার সকালে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রতিষ্ঠানের সিইও জন ডোনাহু একে ‘ফ্যান্টাসি’ অভিহিত করে বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি কল্পনার দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের মনোযোগ হলো আজকে কি করতে পারব তার উপর।’

এর আগে রবিবারে আমাজনের সিইও সিবিএস চ্যানেলের সিক্সটি মিনিট অনুষ্ঠানে ড্রোনের পরিকল্পনার কথাটি বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্টেশন অনুমতি দিলে ২০১৫ সাল থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এমসি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর