thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

কাঁচপুরে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

২০১৩ ডিসেম্বর ০৭ ০৯:০৮:১০
কাঁচপুরে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় কাভার্ডভ্যান-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।

এ ঘটনায় গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো খ ১১-৬৯৯৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এতে আহত হন দুজন।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

নিহত ও আহতরা সবাই প্রাইভেটকার যাত্রী ছিলেন। এদের সবার বাড়ি চাদঁপুর জেলায় বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর