thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০৭ ০৯:৫২:৪৬
সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটি মিছিল বের করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থকরা। শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাজমুল জানান, ১০-১৫ জনের একটি দল মিছিল বের করে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে পুলিশ ধাওয়া দিলে তারা চলে যায়।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর কবীর বলেন, আমার কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর আসেনি। আমি কিছু জানি না।

এর কিছু আগে বংশালে একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনাগুলোতে কেউ হতাহত হয়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এস/জেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর