thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ভারতে পাচারের সময় বেনাপোলে আটক ৩২

২০১৩ ডিসেম্বর ০৭ ১০:৩১:১৬
ভারতে পাচারের সময় বেনাপোলে আটক ৩২

বেনাপোল সংবাদদাতা : ভারতে পাচারের সময় বেনাপোলে বিজিবি ৩২ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় তদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন ১৪ পুরুষ, ১২ নারী ও ৬ শিশু। তাদের বাড়ি নড়াইল, চাঁদপুর, জামালপুর, যশোর ও নেত্রকোনা জেলার বিভিন্ন গ্রামে।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাজহারুল ইসলাম জানান, দালালরা অবৈধপথে ভারতে পাচার করছে খবর পেয়ে পুটখালী বিজিবি টহল দল চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৩২ নারী, পুরুষ ও শিশুকে আটক করে। তবে পাচারকারী দালালরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আ. আজিজ জানান, আটকদের শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এআর/এস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর