thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে নির্বাচন অফিসে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০৭ ১১:১৭:৩০
রাজধানীতে নির্বাচন অফিসে ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জেলা নির্বাচন অফিসে ককটেল ও পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার ভোরে ককটেল ও পাথর নিক্ষেপ করলে জানালার গ্লাস ভেঙ্গে যায়। এতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় বিছিন্নভাবে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুর ইসলামী ব্যাংকের বিপরীত দিকে ৪টি, খামারবাড়ি খেজুর বাগানের সামনে ৩টি ও মাদারটেক এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে সকাল ৮টার দিকে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতকর্মীরা রাস্তায় আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে।

এ ছাড়া ভোর থেকে মগবাজার রেলগেট, মালিবাগ এলাকায় পিকেটিং ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে জামায়াতকর্মীরা।

শাহজাহানপুর থানার কর্তব্যরত অফিসার এস আই সাঈদ চৌধুরী জানান, সকাল সাড়ে ৭টার দিকে মালিবাগ পাবনা কলোনির সামনে পিকেটাররা জড়ো হলো পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এইচএ/কেএ/এস/এসবি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর