thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিশ্ব বাণিজ্য চুক্তিতে সম্মত ডব্লিউটিও

২০১৩ ডিসেম্বর ০৭ ১১:২৪:৪৯
বিশ্ব বাণিজ্য চুক্তিতে সম্মত ডব্লিউটিও

দ্য রিপোর্ট ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল করার একটি চুক্তিতে পৌঁছেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য পদ্ধতি সহজ করা হবে। একই সঙ্গে দরিদ্র দেশগুলোতে পণ্য বিক্রি করা হবে।

এই চুক্তির ফলে বিশ্ব অর্থনীতিতে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের মতো যোগ হবে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী গীতা ওয়িরাজাওয়ান বলেন, শনিবার সকালে বিশ্বের ১৫৯ দেশের বাণিজ্যমন্ত্রীরা দীর্ঘ সময় আলোচনার পর এই চুক্তির ব্যাপারে একমত হয়।

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবার্তো আজেভেদো বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার ইতিহাসে এই প্রথমবারের মতো সত্যিকার অর্থের কাজ শুরু করেছে।’

১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হওয়ার পর সদস্য দেশগুলো এই প্রথম একটি চুক্তির ব্যাপারে একমত হলো।

এই চুক্তির ফলে দরিদ্র দেশগুলো পণ্য রফতানির ওপর বাধা কমে যাবে। এটি উন্নয়ন দেশগুলোকে খাদ্য সরবরাহের রক্ষাকবচ হিসেবে ভর্তুকি পাওয়ার আরো সুযোগ করে দেবে।

চুক্তিতে পৌঁছানোর আগে সদস্য দেশগুলোর মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়েই সবচেয়ে বেশি মতভেদ দেখা দিয়েছে।

তবে এই চুক্তির সমালোচকরা বলেছেন, এই চুক্তিতে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে খুব বেশি লাভ হবে না। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর