thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

শাহবাগে বাসে আগুন : ২ ছাত্রদল নেতা আটক

২০১৩ ডিসেম্বর ০৭ ১১:৪১:১০
শাহবাগে বাসে আগুন : ২ ছাত্রদল নেতা আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুই ছাত্রদল নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাত ২টা ৩০ মিনিটে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দার তিনটি টিম শান্তিনগর ও বংশাল এলাকা থেকে দুজনকে আটক করে। শান্তিনগর থেকে ৭০নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি মো. উজ্জ্বল হোসেন (২৬) এবং বংশাল থেকে ছাত্রদলকর্মী মো. সোহেল চানকে (২৮) আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাদে দুজন জানায়, তারা শুধু এ ঘটনাই নয়, হরতাল-অবরোধে নগরীতে নাশকতার আরও ৫০টি ঘটনার সঙ্গে জড়িত।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, ঘটনার দিন দুপুরের পর বিভিন্ন স্থান থেকে ৭-৮ জন দুষ্কৃতকারী সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়। সন্ধ্যার পর তারা দুটি টিমে বিভক্ত হয়ে শিশুপার্কের সামনে বিহঙ্গ বাসটি থামানোর চেষ্টা করে কিন্তু বাসটি না থামলে তারা পেট্রোল ছুড়ে মারে। এরপর তারা ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে।

এ ঘটনায় আরও ৬ জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার। এর আগে সাব্বির নামে একজনকে অন্য মামলায় গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।

উল্লেখ্য, বিরোধী দলের গত অবরোধের মধ্যে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগের শিশুপার্কের সামনে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের যাত্রীভর্তি বাসটিতে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয় বাসে থাকা ১৮ যাত্রী। এর মধ্যে তিনজন ইতোমধ্যে মারা গেছেন।

(দ্য রিপোর্ট/কেজেএন/এস/সাদি/জেএম/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর