thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

নিম্নমুখী বাজারে স্বল্প মূলধনী কোম্পানি এগিয়ে

২০১৩ ডিসেম্বর ০৭ ১১:৪৬:৫৯
নিম্নমুখী বাজারে স্বল্প মূলধনী কোম্পানি এগিয়ে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার নিম্নমুখী থাকলেও স্বল্প মূলধনী কোম্পানিগুলো এগিয়ে ছিল। এদিন অধিকাংশ কোম্পানি পিছিয়ে থাকলেও ১১টি স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার দর ঊর্ধ্বমুখী ছিল।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের ফার্মা এইডসের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বেড়েছে। এছাড়া ১০ কোটি টাকার সমতা লেদারের শেয়ার দর বেড়েছে ৯.৮০ শতাংশ, ৩ কোটি টাকার বিডি অটোকারসের ৯.৪২ শতাংশ, ১ কোটি টাকার সাভার রিফ্রাক্টরিজের ৮.৭৯ শতাংশ, ২ কোটি টাকার রহিম টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, আড়াই কোটি টাকার সোনালী আঁশের ৫.৯৩ শতাংশ, সাড়ে ৭ কোটি টাকার জিকিউ বলপেনের ৫.৪৯ শতাংশ, ১৩ কোটি টাকার আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫.৪২ শতাংশ, দেড় কোটি টাকার নর্দার্ন জুটের ৫.২৬ শতাংশ, ১১ কোটি টাকার জেএমআই সিরিঞ্জের ৪.৮৫ শতাংশ ও ১৭ কোটি টাকার আনলিমা ইয়ার্নের শেয়ার দর ৪.৭৩ শতাংশ বেড়েছে।

শেয়ার সংখ্যা কম হওয়ার কারণে পুঁজিবাজারে প্রায়ই স্বল্প মূলধনী কোম্পানিগুলোর আধিপত্য লক্ষ্য করা যায়। কোনও গোষ্ঠীর পক্ষে এসব কোম্পানির শেয়ার নিয়ে খেলা করা সহজ হয়। যে কারণে মন্দা বাজারেও এ ধরনের শেয়ারের দর বাড়ার চিত্র নতুন নয় বলে বিনিয়োগকারীদের মন্তব্য।

বিনিয়োগকারী জাকির খান বলেন, স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি বেশি হলেও বর্তমান বাজার অতিমূল্যায়িত নয়। কারণ বর্তমানে অধিকাংশ কোম্পানির শেয়ার দর অনেক নিচে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/আরএ/রা/এইচকে/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর