thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘চোখের বালি’ ধারাবাহিক বানাচ্ছেন পংকজ

২০১৩ ডিসেম্বর ০৭ ১২:০৫:৩১
‘চোখের বালি’ ধারাবাহিক বানাচ্ছেন পংকজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাস থেকে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন থিয়েটার ব্যক্তিত্ব পংকজ ঘোষ। নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার।

পংকজ ঘোষ বলেন, একটি ভালো কাজ করতে গেলে- এর পেছনে অনেক সময় ব্যয় করতে হয়। ঢাকার টিকাটুলির বেঙ্গল স্টুডিও খ্যাত রোজ গার্ডেন জমিদার বাড়িসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে ‘চোখের বালি’র। আশা করছি আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও দর্শক অনেক নাটকের মাঝে চোখের বালিতে নতুনত্ব পাবে।

তিনি বলেন, ঠাণ্ডা মাথায় দেখে-বুঝে-ভেবে শট নিচ্ছি। এর আগেও রবীন্দ্রনাথের গল্প নিয়ে কাজ করেছি। রবীন্দ্রনাথের ছোট গল্প ‘ডিটেকটিভ’ নির্মাণ করেছিলাম। মূল চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নওশীন, চিত্রলেখা গুহ, বিথি বিশ্বাস, রামিজ রাজু প্রমুখ।

একুশে টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে ‘চোখের বালি’। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরেই এটির নির্মাণ কাজ শেষ হবে এবং জানুয়ারি থেকে নিয়মিতভাবে এটি প্রচারিত হবে বলে জানান পরিচালক পংকজ ঘোষ।

প্রসঙ্গ, চোখের বালি নিয়ে ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ নির্মাণ করেছেন চলচ্চিত্র। রাইমা সেন, প্রসেনজিৎ, ঐশ্বরিয়া এতে অভিনয় করেছেন। অনেক পুরস্কারে ভূষিত হয়েছে চলচ্চিত্রটি।

(দ্য রিপোর্ট/এমএ/এস/সাদি/এইচএসএম/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর