thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বেনাপোল বন্দরে ৭০ কোটি টাকার রাজস্ব ক্ষতি

২০১৩ ডিসেম্বর ০৭ ১২:৫২:৫৯
বেনাপোল বন্দরে ৭০ কোটি টাকার রাজস্ব ক্ষতি

বেনাপোল সংবাদদাতা : অবরোধে স্থবির হয়ে পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। আমাদানি-রফতানি না হওয়ায় গত সপ্তাহে সরকার রাজস্ব হারিয়েছে কমপক্ষে ৭০ কোটি টাকা।

বোনপোল কাষ্টমসের যুগ্ম কমিশনার ফায়জুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধে আরো ৩০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ১৮ দলের ডাকা অবরোধে পণ্য খালাস না হওয়ায় ভারতের পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে আছে কয়েকশ’ ট্রাক। এতে শত কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন আমদানিকারকরা।

আমাদানিকারক ঢাকার ফ্যাশন গার্মেন্টস লিমিটেডের মালিক শামীম রেজা জানান, আটকেপড়া ভারতীয় ট্রাকে রয়েছে মাছ, পিঁয়াজ, চাল পোল্টি ফিড, গার্মেন্টস ও শিল্প কারখানার কাঁচামাল। ট্রাকগুলো বেনাপোল বন্দর এলাকায় মাল আনলোড করার অপেক্ষায় রয়েছে।

তিনি জানান, বন্দর থেকে মালামাল আনলোড করা যাচ্ছে না। এতে দ্বিগুণ হচ্ছে আমদানিকারকদের ব্যয়ের পরিমাণ। সময়মতো কাঁচামাল গন্তব্যে না পৌঁছালে ছোটখাটো প্রতিষ্ঠানগুলো ২০ শতাংশ পুঁজি হারাবে।

ফায়জুর রহমান আরো জানান, ফের ৭২ ঘন্টা অবোরোধের কারণে আমাদানি-রফতানি বন্ধ রযেছে। এ ছাড়া বন্দর থেকে কোন পণ্যবাহী ট্রাক ছেড়ে না যাওয়ায় ভয়াবহ জটের সৃষ্টি হয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/এস/এসবি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর