thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘সঙ্কট সমাধান না হলে হাসিনা-খালেদার বাসভবন ঘেরাও’

২০১৩ ডিসেম্বর ০৭ ১৩:০৮:৩৪
‘সঙ্কট সমাধান না হলে হাসিনা-খালেদার বাসভবন ঘেরাও’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ৪-৫ দিনের মধ্যে রাজনৈতিক সঙ্কটের সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। এসব কর্মসূচির মধ্যে থাকবে গণভবন ও খালেদা জিয়ার বাসভবন ঘেরাও। এছাড়া রাজনৈতিক সঙ্কট দূর না হলে সব ধরনের শুল্ক ও কর বন্ধ রাখা হবে বলেও ঘোষণা দেন তিনি।

বিজিএমই ভবনের সামনে শনিবার দুপুরে দেশের চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থেকে মুক্তি ও পোশাক শিল্পসহ সকল শিল্পকারখানা রক্ষায় আয়োজিত মানববন্ধন কর্মসূচির শুরুতে তিনি এ ঘোষণা দেন।

মানববন্ধন অনুষ্ঠানে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ডিসিসিআই, বিকেএমইএম, বিটিএমএ, বারভিডা, ট্রাক পিরিবহন ও বিভিন্ন শ্রমিক সংগঠন একাত্মতা ঘোষণা করে।

অনুষ্ঠানে বক্তারা দুই নেত্রীকে অবিলম্বে সঙ্কট সমাধানে এগিয়ে আশার আহ্বান জানান। অন্যথায় দেশের জনগণ তাদের প্রতি অনাস্থা জানাবেন বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা বলেন, সঙ্কট চাই না, শান্তি চাই। শিল্প বাঁচান, দেশ বাঁচান।

বক্তারা আরো বলেন, আমরা দেশে অসুস্থ রাজনীতি চাই না। আগামী ৪-৫ দিনের মধ্যে সমঝোতায় আসেন। তা না বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

(দ্য রিপোর্ট/এআই/সাদি/জেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর