thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

একতরফা নির্বাচনে আদেশ না মানার আহ্বান বিএনপির

২০১৩ ডিসেম্বর ০৭ ১৩:০৯:২৭
একতরফা নির্বাচনে আদেশ না মানার আহ্বান বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : একতরফা নির্বাচনে কোনো ব্যক্তি বা দলের আদেশ না মানতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বলেছে দলটি।

শনিবার সকালে এক ভিডিও বার্তায় দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলেই একতরফা প্রহসনের নির্বাচন করতে চায়। আমরা নির্বাচন কমিশনকে আবারো আহ্বান জানাই, সরকারের তল্পিবাহক না হয়ে প্রহসনের এই নির্বাচন অবিলম্বে স্থগিত করুন।

তিনি প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে করে বলেন, আপনারা দেশের জনগণ এবং রাষ্ট্রের সেবক হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। কোনো ব্যক্তি বা দলের অবৈধ ইচ্ছা বা আদেশ পালনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবেন না।

নির্দলীয় সরকারের দাবির এই আন্দোলনে সরকার ‘পতন ঘটাতে’ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ।

৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির শুরুর প্রথম দিনে সকালে সালাহউদ্দিন ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসিকে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন। ভোর ৬টা থেকে সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি শুরু করেছে ১৮ দল।

যুগ্ম মহাসচিব বলেন, সরকারের একতরফা নির্বাচনে কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘসহ কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। এমনকি নির্বাচন কমিশনে নিবন্ধিত অধিকাংশ পর্যবেক্ষক সংস্থা ও সংগঠন পর্যবেক্ষণের জন্য আবেদন করেননি।

কেবল তাই নয়, এক তরফা নির্বাচনে শিক্ষক সমাজের একটি বৃহৎ অংশ দায়িত্বপালনে অপরাগতা প্রকাশ করেছেন। এরপরও সেই একতরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য এই ‘অবৈধ সরকার’ গোঁ ধরে বসে আছে বলে মন্তব্য করেন তিনি।

একতরফা নির্বাচনের উদ্যোগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, জানা গেছে, ‘অবৈধ সরকারের’ ৩৩ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রীসহ অনেকেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। আরো ১০৩টি আসনে একক প্রার্থী হওয়ার ব্যবস্থা হচ্ছে। কিছু সংখ্যক আসনে কোনো প্রার্থীই নেই।

১৯৭৫ সালে সংসদে বাকশাল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনকে ভয় পায়। প্রধানমন্ত্রীর পিতা বাকশালী সংশোধনীর মাধ্যমে তৎকালীন সংসদকে পুনর্বার আরো এক বছর মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সভানেত্রীও আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দিতে পারেন। তাতে অন্তত রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।

(দ্য রিপোর্ট/টিএস/রা/এমইচ/এসবি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর