thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পুরান ঢাকায় সংঘর্ষে শিবিরকর্মী গুলিবিদ্ধ, আটক ২

২০১৩ ডিসেম্বর ০৭ ১৩:১১:০৫
পুরান ঢাকায় সংঘর্ষে শিবিরকর্মী গুলিবিদ্ধ, আটক ২

জবি প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে পুলিশ-শিবির সংঘর্ষে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শিবিরকর্মী সাহাবউদ্দীন হিরুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

এদিকে সংঘর্ষের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ইসলামপুরে অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির একটি মিছিল বের করে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিবিরকর্মী সাহাবউদ্দীন হিরু গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে সাহাবউদ্দীন হিরু ও ফারুক হোসেনকে আটক করে পুলিশ।

সংঘর্ষে এসআই মানব, এএসআই রৌমিক, এএসআই নিজাম ও কনস্টেবল শমীর আহত হয়েছেন বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গুলিবিদ্ধ সাহাবউদ্দীন হিরুকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ফারুক হোসেনকে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এলআরএস/রা/এসবি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর